ওয়েবে জুনিয়র টেক ইন্সট্রাক্টরদের ফল প্রকাশ
দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল ও কলেজের জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) বা ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর (দশম গ্রেড) পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ৪৪টি ক্যাটাগরিতে ৩ হাজার ১৪৯ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে এ ফলাফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রার্থীদের নিয়োগের জন্য সাময়িকভাবে (Provisionaly) মনোনয়ন দিয়েছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন। মনোনয়ন সংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশনেরওয়েবসাইটে পাওয়া যাবে।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীনে কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পলিটেকনিক ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) পদে নিয়োগের জন্য ২০২১ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্মকমিশন (পিএসসি)।
লিখিত পরীক্ষার ফলাফল শেষে তিন ধাপে ভাইবা নেওয়া হয়। কিন্তু পরে আইন মন্ত্রণালয় থেকে আপত্তি জানানো হলে নিয়োগ আটকে যায়। মৌখিক পরীক্ষার ফল প্রকাশ না হওয়ায় প্রায় তিন হাজার প্রার্থী দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আসছিলেন।







